মাধ্যমিক, ভূগোল ও পরিবেশ :-প্রথম অধ্যায় :-বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

বিভাগ - ক 
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :-(মান- ১)
১.আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হল -
   ক ) পর্যায়ন   খ) নগ্নীভবন   গ)পুঞ্জিত ক্ষয়    ঘ) ক্ষয়ীভবন 
উত্তর :- ক) পর্যায়ন

২. মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে -
     ক) বাজাদা    খ) প্লায়া    গ) ওয়াদি     ঘ)ধ্রিয়ান 
উত্তর :-গ) ওয়াদি

৩.বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল -
    ক) লোয়েস    খ) বার্খান     গ) পেডিমেন্ট    ঘ) ইয়াদাঙ 
উত্তর :- গ) পেডিমেন্ট

৪.বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশী প্রভাব ফেলে -
    ক)হিমবাহ    খ)বায়ু    গ)নদী    ঘ)সমুদ্রতরঙ্গ
উত্তর :-  গ)নদী

৫.সমুদ্র জলতলের সাপেক্ষে ভূমির সম উচ্চতার সাধারণতল গঠনের প্রক্রিয়াকে বলে -
    ক) অবরোহন    খ) আরোহন    গ) জৈবিক আবহবিকার    ঘ) পর্যায়ন
উত্তর :-  ঘ) পর্যায়ন

৬. হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি যে ফাটলের সৃষ্টি হয় তাকে বলে -
     ক) বার্ঘস্রুন্ড    খ) রান্ডক্লিফ    গ) করি    ঘ) ক্রোভাস
উত্তর :- ঘ) ক্রোভাস

৭. মরুভূমি ছাড়া বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় -
    ক) ব-দ্বীপ অঞ্চলে    খ) উপকূলে    গ) পর্বতের পাদদেশে    ঘ) মেরু অঞ্চলে
উত্তর :- খ) উপকূলে

৮.একটি চ্যুতিগঠিত জলপ্রপাতের উদাহরণ হলো -
    ক) নায়াগ্রা    খ) হুড্রু    গ) ভিক্টরিয়া    ঘ)এঞ্জেল
উত্তর :-গ) ভিক্টরিয়া

৯.তুরস্কের "মিয়েন্ডর " নদীর নাম অনুসারে যে নদীগঠিত ভূমিরূপ বিশিষ্ঠ্যের নামকরণ করা হয়েছে ,তা হলো -
    ক) নদীবাঁক    খ) নদী দ্বীপ    গ)ক্যানিয়ন    ঘ)স্বাভিক বাঁধ
উত্তর :- ক) নদীবাঁক

১০.প্লাবন ভূমি , ব-দ্বীপ প্রভৃতি ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে বলে  -
      ক) অবরোহন    খ) আরোহন    গ) আবহবিকার    ঘ) পর্যায়ন
উত্তর :-খ) আরোহন

১১.সাহারার প্রস্তরময় মরুভূমিকে বলে -
     ক) রেগ    খ)রিগ    গ) হামাদা    ঘ)গিবার্স
উত্তর :- গ) হামাদা

১২.প্যাটারনস্টার হ্রদ সৃষ্টি হয় -
     ক) হিমোদ্রোণী অংশে    খ)হিমরেখা    গ)ঝুলন্ত উপত্যকা    ঘ)পিরামিড চুড়ায়
উত্তর :- ক) হিমোদ্রোণী অংশে

১৩. কিউসেক হলো -
ক) নদীর জলপ্রবাহ মাপার একক    খ)বায়ুর বেগ মাপার একক    গ)হিমবাহের গতিবেগ মাপার একক ঘ) বরফের গভীরতা মাপার একক
উত্তর :- ক) নদীর জলপ্রবাহ মাপার একক

১৪.ভারতের বৃহতম হিমবাহ -
     ক)বাল্টার     খ)গঙ্গোত্রী    গ)বিয়াফ     ঘ)সিয়াচেন
উত্তর :- ঘ)সিয়াচেন

১৫.নদীর গতিবেগ দ্বিগুন হলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পাই -
      ক)৩৬ গুন    খ)৬৪ গুন    গ)২৪ গুন    ঘ)৭২ গুন
উত্তর :-খ)৬৪ গুন

১৬.অধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলা হয় -
     ক)সিফ    খ)ধান্দ    গ) হামদা    ঘ)বার্খান
উত্তর :- ঘ)বার্খান

১৭. বর্তমানে পৃথিবীর দ্রুততম হিমবাহ হল -
      ক)জ্যাকবসভান    খ)কোয়ারেক    গ)হুবার্ড    ঘ)ল্যাম্বার্ড 
উত্তর :-ক)জ্যাকবসভান

১৮.Mushroom Rook নামে পরিচিত ভূমিরূপটি হলো -
     ক) গৌড়    খ)ইনসেলবর্জ্    গ)  ইয়ারদাং    ঘ)জুগ্যেন 
উত্তর :-ক) গৌড়

১৯. একটি নদী অববাহিকা অন্য নদী অববাহিকা থেকে যে উচ্চভূমি দ্বারা বিচ্ছিন্ন হয়, তাকে বলে-
    ক)নদী উপত্যকা    খ)দোয়াব    গ)জলবিভাজিকা    ঘ)ধারণ অববাহিকা
উত্তর :-গ)জলবিভাজিকা

২০.ম্যাটারহর্ন শৃঙ্গ একটি-
   ক)গৌড়    খ) হিমদ্রোণী     গ)ক্যাগ    ঘ) পিরামিড চূড়া 
উত্তর :-   ঘ) পিরামিড চূড়া

২১.চলমান বালিয়াড়ি কে থর মরুভূমিতে বলে-
   ক)মেসা    খ)ধ্রিয়ান     গ) লোয়েস   ঘ)বিউট
উত্তর :-খ)ধ্রিয়ান

২২.হিমরেখার উচ্চতা সবচেয়েকম হয়-
   ক) নিরক্ষীয় অঞ্চলে    খ)নাতিশীতোষ্ণ অঞ্চলে     গ)উপক্রান্তীয় অঞ্চল      ঘ)মেরু অঞ্চলে 
উত্তর :-ঘ)মেরু অঞ্চলে

২৩.বায়ু দ্বারা সূক্ষ্ম পীত বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে বলে-
    ক) সিপ    খ)বার্খান    গ)লোয়েস    ঘ)পেডিমেন্ট 
উত্তর :-গ)লোয়েস

২৪.মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ কে বলে-
    ক)ওয়াদি    খ)প্লায়া     গ) ধান্দা    ঘ)কাতারা
উত্তর :- খ)প্লায়া

২৫.হিমসিড়ি হ্রদকে বলে-
   ক)করি হ্রদ   খ)প্যাটার্নস্টার  হ্রদ    গ)ফিয়র্ড  হ্রদ    ঘ)টার্ন  হ্রদ
উত্তর :-খ)প্যাটার্নস্টার  হ্রদ


Previous Post
Next Post
Related Posts