সৌরজগতের গ্রহ সমূহের বিবরণ

সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের ৮টি গ্রহের পরপর আলোচনা করা হলো :-

১.বুধ  (Mercury )
১.এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ I 
২.সূর্য থেকে এর দূরত্ব প্রায় ৫.৮ কোটি কিলোমিটার I 
৩.এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ I 
৪.ধূসর রঙের এই গ্রহের গায়ে প্রচুর গর্ত আছে I 
৫.এর আবর্তন সময় -৫৮ দিন ১৭ ঘন্টা এবং পরিক্রমণের সময় -৮৮ দিন I 
৬.এর ব্যাসার্ধ -২৪৪০ কিলোমিটার I 
শুক্র( Venus ) 
১.সূর্য থেকে এর দূরত্ব প্রায়  ১০.৭ কোটি কিলোমিটার I 
২.এটি পৃথিবীর নিকটতম গ্রহ I 
৩.এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ I ( উষ্ণতা -৪৬৫° সেলসিয়াস )
৪.এর আবর্তন সময় -২৪৩দিন এবং পরিক্রমণের সময় -২২৫ দিন I 
৫.এর অপর নাম শুক তারা বা সন্ধ্যা তারা I 
৬.এর ব্যাসার্ধ -৬০৫২ কিলোমিটার I
পৃথিবী ( Earth ) 
১.সূর্য থেকে এর দূরত্ব প্রায়  ১৫ কোটি কিলোমিটার I
২.মহাকাশ থেকে এই গ্রাহকে নীল দেখায় ,তাই একে নীল গ্রহ বলে I 
৩.সৌরজগতের সমস্থ গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রানের অস্তিত্ব আছে I 
৪.এর উপগ্রহের সংখ্যা একটি I (চাঁদ )
৫.এর আবর্তন সময় -২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড এবং পরিক্রমণের সময় - ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট                 ৪৬ সেকেন্ড I 
৬.এর ব্যাসার্ধ -৬৩৭৮ কিলোমিটার I
৭.এটি সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্ব যুক্ত গ্রহ I 
৮.আয়তনের দিকথেকে ৫ম বৃহত্তম I (১ম- বৃহস্পতি ,২য় - শনি ,৩য় - ইউরেনাস ,৪থ -নেপচুন )
মঙ্গল (Mars)
১.সূর্য থেকে এর দূরত্ব প্রায়  ২২.৮ কোটি কিলোমিটার I
২.মঙ্গলের মাটিতে প্রচুর পরিমানে ফেরাস অক্সাইড (লোহা ) থাকায় মহাকাশ থেকে একে লাল দেখায় ,তাই একে লাল        গ্রহ বলে I
৩.এর উপগ্রহের সংখ্যা ২টি I (ফোবোস ও ডাইমোস )
৪.তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো I 
৫.এর আবর্তন সময় -২৪ ঘন্টা ৩৭ মিনিট এবং পরিক্রমণের সময় - ৬৮৭ দিন I 
৬.মঙ্গলের ব্যাসার্ধ -৩৩৯৭ কিলোমিটার I 
বৃহস্পতি (Jupiter )  
১.সূর্য থেকে এর দূরত্ব প্রায়  ৭৭.৮ কোটি কিলোমিটার I
২.এটি সৌরজগতের সবথেকে বড় গ্রহ এবং এর মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি I 
৩.এর উপগ্রহের সংখ্যা সর্বাধিক -৬৭ I 
৪.এর আবর্তন সময় - ৯ ঘন্টা ৫০ মিনিট এবং পরিক্রমণের সময় - ১২ বছর I 
৫.বৃহস্পতিকে ঘীরে লাল ,হলুদ ,খয়েরি নানান রঙের বলয় দেখা যায় I 
৬.এর ব্যাসার্ধ -৭১৪৯২  কিলোমিটার I 
শনি (Saturn)
১.সূর্য থেকে এর দূরত্ব প্রায়  ১৪২.৭ কোটি কিলোমিটার I
২.এই গ্রহে ৭টি বলয় দেখা যায় ,তাই একে বলয়ের গ্রহ বলা হয় I 
৩.এটি কম ঘনত্ব যুক্ত গ্রহ I ( জলের থেকেও ঘনত্ব কম )
.এর উপগ্রহের সংখ্যা - ৫৩টি I ( বৃহত্তম উপগ্রহ - টাইটান )
৫.এর আবর্তন সময় - ১০ ঘন্টা এবং পরিক্রমণের সময় -২৯ বছর ৬ মাস I 
৬.শনির ব্যাসার্ধ -৬০২৬৮ কিলোমিটার I 
ইউরেনাস (Uranus)
১.সূর্য থেকে এর দূরত্ব প্রায়  ২৮৭ কোটি কিলোমিটার I
২.মিথেন গ্যাস বেশি থাকায় এই গ্রহের রং সবুজ I 
৩.সৌরজগতের এটি শীতলতম গ্রহ I (উষ্ণতা --২১৬°সেন্টগ্রেড I 
 .এর উপগ্রহের সংখ্যা - ২৭টি I 
৫.এর আবর্তন সময় - ১৭ ঘন্টা এবং পরিক্রমণের সময় -৮৪ বছর I 
৬.শনির ব্যাসার্ধ -২৫৫৫৯ কিলোমিটার I
নেপচুন (Neptune) 
১.সূর্য থেকে এর দূরত্ব প্রায়  ৪৪৯.৭ কোটি কিলোমিটার I
২.মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এই গ্রহের রং নীল I 
৩.এর উপগ্রহের সংখ্যা -১৩ টি I 
৪.এর আবর্তন সময় - ১৬ ঘন্টা এবং পরিক্রমণের সময় -১৬৫ বছর I 
৫. ব্যাসার্ধ -২৪৭৬৬ কিলোমিটার I





Previous Post
First
Related Posts