WBCHSE Geography Suggestion 2020 // HS 2020 Geography Suggestion

West Bengal HS 2020 Geography Suggestion
শ্রেণী- দ্বাদশ
Geography Suggestion ২০২০
১.অবরোহন ও আরোহন এর মধ্যে পার্থক্য লেখ I/ পর্যায়ন কাকে বলে? এর মাধ্যম গুলো কি কি?/ মহীভাবক আলোড়ন ও গিরিজনি আলোড়ন বলতে কী বোঝো?/ নগ্নীভবন, পুঞ্জিত ক্ষয়, কাকে বলে?

২.চিত্রসহ ভাদোস স্তরের বর্ণনা দাও I /অ্যাকুইফার বলতে কী বোঝ?/ অ্যাকুইফিউজ ,অ্যাকুইক্লুড ও অ্যাকুইটার্ড কাকে বলে?/ গিজার কাকে বলে?/ আর্টেজীয় কূপ এর বর্ণনা দাওI / স্ট্যালাকটাইট ওস্ট্যালাকমাইট মধ্যে পার্থক্য লেখ I

৩.সমুদ্র তরঙ্গের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো I / প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল ভৌগলিক পরিবেশ আলোচনা করো I অ্যাটল কাকে বলে ?

৪.ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো I / স্বাভাবিক ক্ষয়চক্রের সমালোচনা গুলি আলোচনা করো I / ক্ষয়চক্রের বাধা বলতে কী বোঝো ?

৫.শিলা গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সামঞ্জস্যহীন জলনির্গম প্রণালীগুলি চিত্রসহ আলোচনা করো I /বৃক্ষরূপী ও জাফরিরুপী জলনির্গম প্রণালীর পার্থক্য লেখ I

৬.চিত্রসহ মৃত্তিকা পরিলেখ এর বর্ণনা দাও I / এলুভিয়েশন ও ইলুভিয়েশন এর মধ্যে তিনটি পার্থক্য লেখ I / পেডোক্যাল ও পেডালফার এর পার্থক্য লিখ I / ল্যাটেরাইজেশন ,হিউমিফিকেশন পড়সলাইজেশন বলতে কী বোঝো ?/ মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো ?/মৃত্তিকা সংরক্ষণের উপায় গুলি আলোচনা করো I

৭.ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লিখ I এল নিনো ও লা নিনোর মধ্যে পার্থক্য লিখ ?/ ভারতের জলবায়ুতে বা মৌসুমি জলবায়ুর উপর জেট স্ট্রিম বা এল নিনোর প্রভাব গুলি আলোচনা করো I / হ্যাডলি কোষ, ফেরেল কোষ, মেরু কোষ, বলতে কী বোঝো ?

৮.ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন ?/মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লিখI / আলোক প্রিয় ও ছায়া প্রিয় উদ্ভিদের পার্থক্য লিখI / জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ করে আলোচনা করো I / স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব গুলি আলোচনা করো I

৯.ওজোন স্তর অবক্ষয়ের কারণ গুলি আলোচনা করো I / পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের প্রভাব গুলি আলোচনা করো I / গ্রীন হাউস প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো I /জলবায়ু পরিবর্তনের কারণ গুলি লেখ I

১০.রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক কি ?/ জৈব বৈচিত্রের গুরুত্ব ও বিনাশের কারণ গুলি আলোচনা করো I হড়পা বান কি ?/আলফা, বিটা, গামা কাকে বলে ?/ ক্রান্তীয় অঞ্চলে জৈব বৈচিত্র বেশি কেন ?

১১.শস্য প্রগাঢ়তা কাকে বলে ?/ জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষি কিভাবে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয় তা ব্যাখ্যা করো I /ব্যাপককৃষি রপ্তানি ভিত্তিক কেন ব্যাখ্যা করো I / শ্রীলংকার নারিকেল চাষের উন্নতির কারণ গুলি আলোচনা করো I /বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝো ?/ মিশ্র কৃষির সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো I / শ্বেত বিপ্লবের বিভিন্ন পর্যায়ে গুলি আলোচনা করো ও সমস্যা গুলি ব্যাখ্যা করো I / ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব গুলি আলোচনা করো I / নীল বিপ্লব বলতে কী বোঝো ?/নিবিড় কৃষি কাজের প্রতি হেক্টর প্রতি উৎপাদন বেশি কিন্তু মাথাপিছু উৎপাদন কম কারণ ব্যাখ্যা করো I

১২.ভারত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি করেছে কেন ?/ মালয়েশিয়ায় রাবার শিল্পের উন্নতি লাভের কারণ গুলি আলোচনা করো I /কানাডা কাগজ শিল্পে উন্নত কেন I / ভলকানাইজেশন ,আইসো টিম ,আইসোডোপেন কাকে বলে ?/ পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার বা উন্নতির কারণ গুলি আলোচনা করো I / ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা গুলি কি কি ?/ ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন ?/ অনুসারী শিল্প,দ্রব্য সূচক ও ব্রেক অফ বাল্ক কাকে বলে ?/গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও ভারতদুগ্ধ শিল্পে উন্নত নয় কেন ?

১৩.কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ I / জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন ?সোনালী চতুর্ভুজ কাকে বলে ?/ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখ I /শিপিং লেন ও শিপিং লাইন এর মধ্যে পার্থক্য লিখ I আউটসোসিং ও C. B. D. কাকে বলে ?/ ইন্টারনেটের গুরুত্ব কি ?/WTO বলতে কী বোঝো I

১৪.রৈখিক, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো I / কাম্য জনসংখ্যা, জনবিস্ফোরণ, জনবিরলতা বলতে কী বোঝো ?/জনসংখ্যা বৃদ্ধির কারণ গুলি আলোচনা করো I / উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিড এর পার্থক্য লিখ I

১৫.গ্রামীণ বসতি ও পৌর বসতির মধ্যে পার্থক্য লিখ I / কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ কর I যে কোন চারটি ভাগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো I / ভারতের নগরায়ন এর সমস্যা গুলি আলোচনা করো I / নেক্রপলিস ,পৌরপুঞ্জ পৌরপিন্ড কাকে বলে ?

১৬.বেঙ্গালুরু কে ইলেকট্রনিক্স শিল্পের রাজধানী বা সিলিকন ভ্যালি বলা হয় কেন ?/বৃহত্তম ও ক্ষুদ্রতম পরিকল্পনাঅঞ্চলের মধ্যে পার্থক্য লিখ I / ছত্রিশগড়ের খনিজ শিল্পের বিবরণ দাও I



HS Geography Suggestion টি শেয়ার কর......





Previous Post
Next Post
Related Posts