Class Nine Geography 1st chapter //নবম শ্রেণী:- প্রথম অধ্যায়:- গ্রহ রূপে পৃথিবী

গ্রহ রূপে পৃথিবী
নবম শ্রেণী :- প্রথম অধ্যায়


বিভাগ - ক

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন( MCQ) (প্রতিটি প্রশ্নের মান- 1)


A ) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ :-
১.সৌরজগতের সকল গ্রহ গুলির মধ্যে ঘনত্ব বেশি -
ক )বুধ খ ) শুক্র গ ) পৃথিবী ঘ) মঙ্গল
উত্তর :- গ ) পৃথিবী

২.কে প্রথম ধারণা দেন পৃথিবীর আকৃতি গোল -
ক )পিথাগোরাস খ )টলেমি গ ) অ্যারিস্টোটল ঘ ) কোপার্নিকাস উত্তর:-ক ) পিথাগোরাস

৩.শিলাময় গ্রহ বলতে বোঝায়-
ক ) শুক্র গ্রহ খ )গ্রহাণুপুঞ্জ গ )সমস্ত অন্তঃস্থ গ্রহ ঘ )পৃথিবীতে
উত্তর:- গ )সমস্ত অন্তঃস্থ গ্রহ

৪.সৌরজগতের গ্রহ গুলির মধ্যে আবর্তনের সময় সবচেয়ে বেশি -
ক )বৃহস্পতি খ) শুক্র গ) পৃথিবী ঘ ) ইউরেনাস উত্তর:-ঘ ) শুক্র (২৪৩ দিন )

৫.GPS এর স্যাটেলাইট গুলি একবার পৃথিবী কে চারিদিকে ঘুরে আসতে সময় লাগে-
ক ) 6 ঘন্টা খ ) 12 ঘন্টা গ )24 ঘন্টা ঘ )48 ঘন্টা
উত্তর:-খ ) 12 ঘন্টা

৬.পৃথিবীর মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি -
ক ) নিরক্ষীয় প্রদেশের খ )সমুদ্র তলদেশে গ )পর্বতের চূড়ায় ঘ ) মেরুতে
উত্তর :-ঘ ) মেরুতে

৭.জিপিএস-এর মাধ্যমে যে বিষয়টি জানা যায় না তা হলো -
ক )অক্ষাংশ খ ) দ্রাঘিমাংশ গ )উচ্চতা ঘ )বায়ুমণ্ডলের গঠন
উত্তর:-ঘ ) বায়ুমণ্ডলের গঠন

৮.নীল গ্রহ হল-
ক ) শুক্র খ ) মঙ্গল গ ) পৃথিবী ঘ ) বৃহস্পতি
উত্তর:-গ ) পৃথিবী

৯.বামন গ্রহের মধ্যে অন্তর্ভুক্ত নয় -
ক ) লোটো খ )সেরেস গ ) হাউমিয়া ঘ )বুধ
উত্তর :-ঘ )বুধ

১০.পৃথিবীর প্রকৃত আকৃতি-
ক ) উপবৃত্তাকার খ ) গোলাকার গ )অধিবৃত্তাকার ঘ ) জিও
উত্তর :-ঘ ) জিও

১১.1519 সালে ম্যাগেলানের যাত্রা শুরু হয়-
ক ) ফ্রান্স থেকে খ )স্পেন থেকে গ )ইতালি থেকে ঘ ) জার্মানি থেকে
উত্তর:-গ ) স্পেন থেকে

১২.পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন -
ক) টলেমি খ )এরিস্টোটল গ ) কোপার্নিকাস ঘ ) এরাটোস্থেনিস
উত্তর:-ঘ ) এরাটোস্থেনিস

১৩.এরাটোস্থেনিস এর হিসাবে পৃথিবীর পরিধি পরিমাপ ছিল-
ক) 40000 কিলোমিটার খ) 46250 কিলোমিটার গ )40009 কিলোমিটার ঘ )40013 কিলোমিটার
উত্তর :-খ )46250 কিলোমিটার

১৪.সৌরজগতের বামন গ্রহের সংখ্যা-
ক )9 টি খ )5টি গ) 13টি ঘ) অসংখ্য
উত্তর :-খ )5টি

১৫.সৌরজগতের বৃহত্তম গ্রহ টি হল-
ক ) বৃহস্পতি খ ) পৃথিবীর গ ) শনি ঘ ) ইউরেনাস
উত্তর:-ক ) বৃহস্পতি

১৬.সূর্য যে ছায়াপথে অবস্থান করেছে তা হল -
ক )নাসা খ ) ইসরো গ )আকাশগঙ্গা ঘ ) অরবিট মিশন
উত্তর:-গ ) আকাশগঙ্গা

১৭.পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় -
ক )18 ডিগ্রী সেন্টিগ্রেড খ ) 14 ডিগ্রি সেন্টিগ্রেড গ )15 ডিগ্রী সেন্টিগ্রেড ঘ )22 ডিগ্রি সেন্টিগ্রেড
উত্তর:-১৫ ডিগ্রী সেন্টিগ্রেড

১৮.GPS এর কার্যকারিতা গ্রহের সংখ্যা -
ক )21টি খ )24 টি গ )09টি ঘ ) 40টি
উত্তর:-খ ) 24টি

১৯.সূর্যের সবচেয়ে কাছের গ্রহ-
ক ) বুধ খ )পৃথিবী গ ) শুক্র ঘ ) মঙ্গল
উত্তর:- ক ) বুধ

২০.পৃথিবীর নিকটতম গ্রহ -
ক )মঙ্গল খ ) শুক্র গ )শনি ঘ ) বুধ
উত্তর:- খ ) শুক্র

২১.পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাস এর মধ্যে পার্থক্য -
ক )52 কিলোমিটার খ)51 কিলোমিটার গ ) 40 কিলোমিটার ঘ ) 43 কিলোমিটার
উত্তর :- ঘ ) 43 কিলোমিটার

২২.পৃথিবীর নিরক্ষীয় ব্যাস -
ক) 12757 কিলোমিটার খ) 12512কিলোমিটার গ) 12757 কিলোমিটার ঘ) 12714 কিলোমিটার
উত্তর:-ক ) 12757 কিলোমিটার

২৩.পৃথিবীর মেরু ব্যাস -
ক) 12800 কিলোমিটার খ) 12714 কিলোমিটার গ) 12757 কিলোমিটার ঘ) 6400 কিলোমিটার
উত্তর খ) 12714 কিলোমিটার



বিভাগ - খ

A ) বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখা I (প্রতিটি প্রশ্নের মান 1)


১.চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয় I
উত্তর:- ভুল

২.পৃথিবীর সর্বত্র একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় I
উত্তর:- ভুল

৩.পৃথিবীর মেরু প্রদেশের অভিকর্ষজ মান বেশি I
উত্তর :-ঠিক

৪.মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ I
উত্তর:- ভুল

৫.বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহI
উত্তর:- ঠিক

 পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে বলে অক্ষ I
উত্তর:- ভুল

৭. সৌরজগতের বৃহত্তম গ্রহাণু সেরেস I
উত্তর :- ঠিক

৮.মারিয়ানা খাতের গভীরতা ১১০৩৩ মিটার I
উত্তর :- ঠিক



উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (প্রতিটি প্রশ্নের মান 1)

১.________ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই I
উত্তর :-বুধ

২.চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর _______ছায়া পড়ে I
উত্তর :-পৃথিবীর

৩.পৃথিবীর অনিয়মিত আকৃতি জন্য দায়ী পৃথিবীর_________।
উত্তর :- আবর্তন গতি

৪.এরাটোস্থেনিস সূর্য রশ্মির ________পার্থক্য থেকে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন I
উত্তর :-পতনকোণ

৫.পৃথিবীর একমাত্র গ্রহ যাতে______ অস্তিত্ব আছে I
উত্তর :-প্রাণের

৬.শনি ছাড়া সৌরজগতের আরও ২টি গ্রহের বলয় আছে ।এরা হলো ________ও ______I
উত্তর :-বৃহস্পতি ও ইউরেনাস

৭.সূর্য থেকে দূরত্বের বিচারে আমাদের পৃথিবী ________নম্বরে আছেI
উত্তর :- ৩ য়

৮.সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন _________ ।
উত্তর :-এরাটোস্থেনিস

৯.পৃথিবীর সর্বপ্রথম সফল মহাকাশচারী _______।
উত্তর :-ইউরি গ্যাগারিন

১০.প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম______।
উত্তর:- রাকেশ শর্মা

১১.জিপিএস ব্যবস্থা শুরু হয় _______ খ্রিস্টাব্দে ।
উত্তর :-1970 খ্রিস্টাব্দে

১২.ভারতের GPSব্যবস্থার নাম__________।
উত্তর :-Indian Regional Navigation Satellite System


বাম দিকের সাথে ডানদিকে মিলিয়ে লেখ (প্রতিটি প্রশ্নের মান 1)

১.


বাম দিক
ডান দিক
1)পৃথিবীর গোলক তত্ত্বের পরীক্ষা
ক) কাম্য দূরত্ব
2) পৃথিবীর পরিধি
খ) গ্রহের ভাগ
3) অন্ত ভাগ ও বহি ভাগের গ্রহ
গ) বেডফোর্ড লেভেল পরীক্ষা
4) সূর্য কেন্দ্রিক ঘূর্ণন
ঘ) আকর্ষণ শক্তি
5) সূর্য ও পৃথিবীর দূরত্ব
ঙ) এরাটোস্থেনিস

উত্তর:-1-গ,2-ঙ,3-খ,4-ঘ,5-ক

২.


বাম দিক
ডানদিকে 
1)প্লুটো
ক) গ্রহ
2)ইউরেনাস
খ) বামন গ্রহ
3)চাঁদ 
গ) ধুমকেতু
4)হেলবপ
ঘ) উপগ্রহ

উত্তর:-1-খ,2-ক,3-ঘ,4-গ

৩.


বাম দিক
ডান দিক
1)পৃথিবীর
ক)গ্যানিমিড
2)বৃহস্পতি
খ)ফোবোস
3) মঙ্গল
গ)টাইটান
4)শনি
ঘ)চাঁদ

উত্তর:-1-ঘ,2-ক,3-খ,4-গ


দু এক কথায় উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান 1)


১.কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম ?
উত্তর :-শনি

২.সৌরজগতের কোন গ্রহকে 'Jewel of the sky' বা  'মহাকাশের রত্ন' বলে?
উত্তর:-Venus বা শুক্র

৩.ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায় দিগন্তরেখার পরিধিও ততো বেড়ে থাকে কেন ?
উত্তর :-পৃথিবীর গোল আকৃতির জন্য

৪.কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় ?
উত্তর :-মঙ্গল

৫.পৃথিবীর উচ্চতম স্থানটির উচ্চতা কত?
উত্তর :-পৃথিবীর উচ্চতম স্থান হল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা 8848 মিটার

৬.পৃথিবীর গভীরতম স্থানের গভীরতা কত ?
উত্তর :- পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাতের গভীরতা 11000 মিটার এর বেশি

৭.দিগন্ত রেখা কি ?
উত্তর :-ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে । আকাশ মাটিতে মেশার কাল্পনিক বৃত্তাকার রেখাকে দিগন্তরেখা বলে ।

৮.রাশিয়ার GPS ব্যবস্থার নাম কি?
উত্তর:-GLONASS GPS

৯.কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক ?
উত্তর :-বুধ

১০.GPS এর পুরো নাম কি ?
উত্তর:-Global Positioning System

১১. মঙ্গলের দুটি উপগ্রহের নাম লেখ ?
উত্তর :-ফোবোস ও ডাইমোস


বিভাগ গ
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2)

১.সৌরজগতের অন্ত ভাগ ও বহি ভাগের গ্রহ গুলির নাম লেখ ?
উত্তর :-বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় অন্তর ভাগের গ্রহ অন্যদিকে বৃহস্পতি, শনি এবং নেপচুন কে বলা হয় বহির্ভাগ এর গ্রহ I

২.সৌরজগৎ কাকে বলে?
উত্তর :-সূর্যের প্রবল আকর্ষণে সূর্যকে ঘিরে বহু গ্রহ ,উপগ্রহ, কয়েকটি বামন গ্রহ ও কয়েকশো গ্রহাণুপুঞ্জ 1000 ধুমকেতু সবসময় পরিক্রমণ করে চলেছে সূর্যের আকর্ষণে পরিক্রমণকারী এই জ্যোতিষ্কপুঞ্জকে সৌরজগত বা Solar System বলে।

৩.পৃথিবী কে আমাদের সমতল বলে মনে হয় কেন ?
উত্তর :-কারন আমরা পৃথিবীর সামান্য অংশকে দেখতে পাই বলেই পৃথিবী কে আমাদের সমতল বলে মনে হয় I

৪.GPS কাকে বলে?
উত্তর:- মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ , সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সময় অর্থাৎ উক্ত স্থানের অবস্থান নির্ণয়ের ব্যবহৃত প্রযুক্তিকে Global Positioning System বা সংক্ষেপে GPS বলে।

৫.বামন গ্রহ কাকে বলে ?
উত্তর :-যে গ্রহ তার কক্ষপথের মহাজাগতিক বস্তু কে সরিয়ে ফেলতে পারে না তাকে বামন গ্রহ বলে ।উদাহরণ - প্লুটো I


বিভাগ ঘ
সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর ভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 3)


১.. এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন?
উত্তর :- মিশরের আলেকজান্দ্রিয়া Alexandria ও সিয়েন Syene শহর দুটির উপর মধ্যাহ্ন  সূর্যরশ্মির পতন কোণের বিচার করে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন।

২. সৌরজগতের অন্তভাগের গ্রহ এবং বহির্ভাগ এর গ্রহগুলি পার্থক্য লেখ।
উত্তর :-


ভিত্তি
অন্ত ভাগের গ্রহ
বহির্ভাগ এর গ্রহ
কক্ষপথ
এদের কক্ষপথের দৈর্ঘ্য কম
এদের কক্ষপথের দৈর্ঘ্য বড়
উষ্ণতা
সূর্যের কাছাকাছি অবস্থিত তাই উষ্ণতা বেশি 
সূর্য থেকে দূরে অবস্থানের জন্য উষ্ণতা কম
ক্ষেত্র মান
এগুলির ক্ষেত্রমান ছোট
এগুলির ক্ষেত্রমান বড়


৩.কুলীন গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখ I
উত্তর :-


ভিত্তি 
কুলীন গ্রহ
বামন গ্রহ
সংখ্যা
কুলিন গ্রহের সংখ্যা 8 টি
বামন গ্রহের সংখ্যা পাঁচটি
ক্ষেত্র মান
কুলিন গ্রহের ক্ষেত্রমান বড়
এদের ক্ষেত্রমান ছোট
বিচ্যুতি
নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয় না
নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয়



৪.বেডফোর্ড পরীক্ষা কি?

উত্তর :-Bedford পরীক্ষাটি হলো পৃথিবীর গোলাকার তার একটি প্রমাণ। ইংল্যান্ডের বেডফোর্ড নদীর উপর বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস 1870 সালে একটি পরীক্ষা করেছিলেন। এক কিলোমিটার অন্তর নদীর উপর তিনটি জলের উপর সমান উচ্চতায় রাখা হয় । এরপর নদীর এক প্রান্ত থেকে তিনটি খুঁটির মাথা লক্ষ্য করলে মনে হয় মাঝে সামান্য উঁচু। পৃথিবী সমতল হলে এমনটি মনে হতো না।




৫.GPS এর ব্যবহার গুলি লেখ?

1.যান চলাচলে: ট্রেন, বিমান, জাহাজ এমনকি ছোট যানবাহন গুলোতেও GPS এর ব্যবহার করা হয়। GPS এর সাহায্যে যানটি কোথায় আছে তা সহজে জানা যায়।
2. উদ্ধারকার্যে : GPS এর প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনাস্থল অতি সহজেই চিহ্নিত করা যায় এবং দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য সম্পন্ন করা হয়।
3. অপরাধ দমনে :GPS এর সাহায্যে মোবাইল ফোনের অবস্থান থেকে অপরাধীদের ধরা হয় ।অপরাধ দমনে GPS উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
4. এছাড়াও জরিপ কাজে , মানচিত্র প্রস্তুতিতে ,প্রতিরক্ষায়, মৎস্য আহরণে , ইলেকট্রনিক গ্যাজেট জিপিএস এর ব্যবহার করা হয়।


বিভাগ ঙ
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5)

১.পৃথিবীর গোলাকার আকৃতির স্বপক্ষে প্রমাণগুলি লেখ।
উত্তর :-পৃথিবীর গোলাকার আকৃতির সাপেক্ষে প্রমাণ গুলি হল:-
পৃথিবীর গোলাকার ছায়া তত্ত্ব:- গোলাকার পদার্থের ছায়াও গোলাকার হয় । চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে । কোন গোলাকার বস্তুর ছায়ায় কেবলমাত্র গোলাকার হয় , অর্থাৎ পৃথিবীর আকৃতি গোল।

পৃথিবী গোলাকার বলে পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না:- পৃথিবীর আকৃতি চ্যাপটা,  সমতল হলে পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। কিন্তু পৃথিবী গোলাকার বলে অবস্থান অনুসারে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিভিন্ন স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।
সব গ্রহের গোলাকার :- দূরবীন এর সাহায্যে দেখা যায় যে, সব গ্রহ গোলাকার । আমাদের পৃথিবী একটি গ্রহ ,অতএব  পৃথিবী গোলাকার হওয়াটাই স্বাভাবিক।
জাহাজে চেপে পৃথিবী প্রদক্ষিণ:- ম্যাগেলান ভিক্টোরিয়া জাহাজে চেপে স্পেন থেকে যাত্রা শুরু করেছিলেন । দিক পরিবর্তন না করে ক্রমাগত একই দিকে অগ্রসর হওয়ায় জাহাজটি সমস্ত পৃথিবী ঘুরে আবার ফিরে আশায় পৃথিবী গোলাকার প্রমাণিত হয়।

বৃত্তাকার দিগন্ত:- ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে । আকাশ মাটিতে মেশার কাল্পনিক বৃত্তাকার রেখাকে দিগন্তরেখা বলে। ক্রমশ উপর থেকে দেখলে বৃত্তাকার দিগন্তরেখার পরিধি বৃদ্ধি পাবে। পৃথিবী সমতল হলে যেকোনো উচ্চতা থেকে দিগন্ত রেখা কে একই দূরত্ব দেখা যেত।
Previous Post
Next Post
Related Posts